টঙ্গীতে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে রেজিঃবিহীন ভুয়া একুশে প্রতিষ্ঠানের ৩ প্রতারককে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এবং পাঁচটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া কাহালু থানার মৃত জিল্লুর রহমানের ছেলে মো. ফললুল কাজী কাদের ওরফে শাকিল(৩২), রাজশাহী বাগমারা থানার দেওয়ান মোহাম্মদের ছেলে মো. মাহবুব আলম(৪৪) ও রাজশাহী চন্দ্রিমা থানার কালু শেখের মেয়ে মোছা. সুলতানা খাতুন ওরফে শিমলা(২০)। বৃহস্পতিবার (২৭ মে) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করেন। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত বছরের জুলাই মাসে গাছাথানাধীন বড়বাড়ী বড় মসজিদের পার্শ্বে গ্রেফতারকৃতরা রেজিঃ বিহীন ভুয়া একুশে প্রতিষ্ঠানের নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে। তারা বিভিন্ন পদের পরিচয় দিয়ে উক্ত প্রতিষ্ঠানে চাকুরীর কথা বলে টাকা নিয়ে বিপুল সংখ্যক মহিলা কর্মী নিয়োগ দেয়। পরবর্তীতে উক্তস্থানে প্রতিষ্ঠান পরিচালনা নিয়ে সমস্যা দেখা দিলে গত বছরের সেপ্টেম্বর মাসে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট ইউনাইটেড শপিং কমপ্লেক্স এর ৫ম তলা ভাড়া নিয়ে পূনরায় কার্যক্রম শুরু করে। পুলিশ আরও জানায়, পরে তারা পন্য কেনা-বেচা এবং অধিক মুনাফার কথা বলে আনুমানিক তিন হাজার মহিলা কর্মীদের কাছ থেকে একশত পয়তাল্লিশ কোটি টাকা প্রতারণামূলক ভাবে টাকা আত্মসাৎ করে দেশের বিভিন্ন অঞ্চলে পালিয়ে যায়। ২৫মে মামলা তদন্তকারী অফিসার এসআই সাব্বির হোসেন তার সঙ্গীয় টিমসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নওঁগা জেলার পত্নীতলা থানা এলাকা হতে আসামী ফললুল ও মাহবুবকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট হইতে দুই লক্ষ পাঁচ হাজার টাকা এবং পাঁচটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদ সংলগ্ন থেকে অপর আসামী সুলতানাকে গ্রেফতার করা হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীরা পরষ্পর যোগসাজশে দেশের বিভিন্ন অঞ্চলে ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রতারনা মূলকভাবে মোটা অংকের টাকা আত্মসাৎ করে নিজেরদের আত্মগোপন করে রাখেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।